মুক্তি পেল নতুন শিল্পী অভি, পুষ্পিতা, আরিয়ান ও কথা অভিনীত চলচ্চিত্র 'আগে যদি জানতাম তুই হবি পর'। এই চার নতুনের অভিনয় দর্শক গ্রহণ করেছে। কারণ মুক্তির প্রথম দিনেই ছবিটির গড় কালেকশন ছিল প্রায় ৮৫ ভাগ। ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। প্রতিটি প্রেক্ষাগৃহেই দর্শকের ভিড় চোখে পড়ার মতো। দর্শকের কথায়- ছবির গল্প, নির্মাণ, অভিনয় এবং গানে নতুনত্ব আছে। নতুন চার শিল্পী অপ্রত্যাশিত অভিনয় করেছেন। তাই ছবিটি সবার মনোযোগ কেড়েছে। ছবির শ্রুতিমধুর গান লিখেছেন কবির বকুল, সুদীপ কুমার দীপ ও অমিত চ্যাটার্জি। রোমান্টিক গল্পের এই ছবিটি নির্মাণ করেছেন প্রখ্যাত চিত্রনির্মাতা মনতাজুর রহমান আকবর।