গরু মোটাতাজাকরণ বাণিজ্যিক ও লাভজনক একটি প্রকল্প। কিন্তু এই কার্যক্রমটির সঙ্গে যুক্ত অসুস্থ কিছু উপায়, যা শুধু প্রাণিসম্পদকেই ধ্বংস করছে না, জনস্বাস্থ্যকেও ঠেলে দিচ্ছে হুমকির মুখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহু আগে গবাদি পশু মোটাতাজাকরণে অ্যান্টিবায়োটিক গ্রোথ হরমোনের ব্যবহার নিষিদ্ধ করলেও তা বন্ধ হয়নি। কোরবানির ঈদ সামনে রেখে অসুস্থ ও সুস্থ উপায়ে গরু মোটাতাজাকরণ নিয়ে 'হৃদয়ে মাটি ও মানুষ' অনুষ্ঠানের আজকের পর্বে দেখানো হবে বিশেষ প্রতিবেদন। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করছেন শাইখ সিরাজ। চ্যানেল আইতে আজ রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।