বলিউড অভিনেত্রী পেলেন গার্ড অব অনার৷ না সিনেমায় নয়৷ বাস্তবে এই সম্মান পেলেন নার্গিস ফাকরি৷
কর্ণাটকের মহীশূরের কাবিনি অভয়ারণ্যে একটি বেসরকারি টিভি চ্যানেলের উদ্যোগে ‘সেভ টাইগার’ অনুষ্ঠানের দৃশ্যায়নে অংশ নিতে গিয়েছিলেন তিনি৷ তখনই ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীকে গার্ড অব অনার দেন বনকর্মীরা৷ দৃশ্যধারণ শুরুর আগে নার্গিসকে স্যালুট জানান স্পেশাল টাইগার প্রোটেকশন ফোর্সের (এসটিপিএফ) একদল রক্ষী৷ দলটির নেতৃত্বে ছিলেন সহকারী বনরক্ষক লিঙ্গরাজু৷
তবে অভিযোগও পিছু ছাড়েনি নার্গিসের৷ তাকে সম্মান জানিয়ে নিয়ম লঙ্ঘন ও বন বিভাগের ভাবমূর্তিকে অবমাননা করেছেন বনকর্মীরা, এমনই দাবি তুলেছেন পরিবেশবিদরা৷ তাঁদের যুক্তি, মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি অধিকর্তা, সরকারি অতিথি এবং অন্য সাংবিধানিক পদাধিকারী ছাড়া কাউকে এমন সম্মান জানানোর নিয়ম নেই৷ যদিও সরকারি নির্দেশে ব্যক্তিবিশেষে এই সম্মান দেওয়া যায়৷ নার্গিসকে কারও নির্দেশনা ছাড়াই গার্ড অব অনার দেওয়া হলো কি-না তা নিয়েও তদন্তের দাবি তুলেছেন পরিবেশবিদরা।