ব্যবসায়িক কারণে ‘কস্ট কাটিং’ করছে বলিউড ফিল্ম সংস্থা ‘ইরোজ এন্টারটেইন্টমেন্ট’। এই সিদ্ধান্তে খুশি নন ছবির অভিনেতা-অভিনেত্রী কেউই। সঞ্জয়লীলা বানশালীর আগামী ছবি ‘বাজিরাও মস্তানি’-র ক্ষেত্রেও ঘটল একই ঘটনা।
ছবির নায়ক রণবীর সিং অবশ্য এই চুক্তিতে কাজ করতে রাজি হয়েছেন। রণবীরের বিপরীতে থাকছেন দুই গ্ল্যামারাস স্টার দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। তারা অবশ্য তাদের প্রাপ্যটুকু পাবে বলেই এখনো অবধি জানা গেছে। ‘কস্ট কাটিং’ থেকে বাদ পড়েননি পরিচাললক সঞ্জয়লীলা বনশালীও। তবুও কাজ করা থেকে নিজেকে বিরত রাখেননি তিনি।
সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘রাম লীলার’ ক্ষেত্রেও ‘ইরোজ এন্টারটেইন্টমেন্ট’ একই নিয়ম কার্যকর করেছিল। রাম লীলার সময় থেকেই রণবীর-দীপিকার সম্পর্ক নিয়ে একটা গুজব শুরু হয়েছিল। পরে অবশ্য সেকথার সত্যতাও কিছুটা প্রমাণিত হয়েছিল। সম্ভবত সেই কারণেই লাভার বয় রণবীরের মতে ‘কস্ট কাটিং’ বিজনেস ডিল হলেও দীপিকার জন্য সব কুরবান।