এসএ টিভিতে জনপ্রিয় গান অবলম্বনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক 'রেইন ফরেস্ট'। এর নবম কিস্তি হিসেবে দেখা যাবে সাত পর্বের 'রোড নাম্বার এক'। এর চিত্রনাট্য লিখেছেন হাবিব জাকারিয়া উল্লাস, পরিচালনা করছেন অনন্য ইমন।
'রোড নাম্বার এক' গানটি গেয়েছেন এমএস রানা। চলতি বছরের ভালোবাসা দিবসে প্রকাশিত হয় গানটি। গানের কথা লিখেছেন আশিক বন্ধু, সুর ও সঙ্গীতায়োজন সজীব দাসের।
'রোড নাম্বার এক' অবলম্বনে তৈরি ধারাবাহিকটিতে অভিনয় করেছেন নাঈম, ইশানা, সাবেরি আলম, পুতুল ও সজীব। নাটকটি আগামী ২৪ সেপ্টেম্বর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে।
এমএস রানা বলেন, আমার গাওয়া গান নিয়ে নাটক তৈরির ঘটনা নিঃসন্দেহে অনেক ভালোলাগার। বিভিন্ন সময়ে গানটি নিয়ে অনেক প্রশংসা পেয়েছি। আমার বিশ্বাস নাটকটিও দর্শকদের প্রশংসা কুড়াবে।