পর্ণস্টার থেকে বলিউড অভিনেত্রী বনে যাওয়া সানি লিওনির 'এক পহেলি লীলা' মুভির আরো একটি গান মুক্তি পেয়েছে। 'খুদা ভি' নামের ওই গানটিতে শাড়ি পরিহিতা সানিকে একদম 'দেশি গার্ল' হিসেবে দেখা গেছে।
ভারতের একাধিক গণমাধ্যম জানায়, 'খুদা ভি' গানটি সুর করেছেন টনি কক্কর এবং গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী মোহিত চৌহান। গানটির কোরিওগ্রাফি করেছেন আহমেদ খান। গানের দৃশ্যে শাড়ি পরা সানিকে বেশ সাহসী ভূমিকায় দেখা গেছে।
গত ১৩ মার্চ 'খুদা ভি' গানটি মুক্তির পর ১৫ মার্চ আড়াইটা পর্যন্ত মাত্র দুই দিনেই গানটি দেখা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৫৯ বার।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি একই মুভির 'তেরে বিন নাহি লাগে' গানের ভিডিওটি প্রকাশ পায়। ভিডিওটি প্রকাশের পর তা ইন্টারনেটে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। গানটি ইউটিউবে এ পর্যন্ত ১ কোটি ২০ লাখ বার দেখা হয়েছে।
পূর্বজন্মের কাহিনী ঘিরে নির্মিত 'এক পাহেলি লীলা' মুভিতে আরো অভিনয় করেছেন টেলিভিশন অভিনেতা জয় ভানুশালি, রজনীশ দুগ্গল, মোহিত আহলওয়াত ও রাহুল দেব। ববি খান পরিচালিত মুভিটি মুক্তি পাবে আগামী ১০ এপ্রিল।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৫/শরীফ