অভিনেত্রী হিসেবে স্বল্প সময়ে অল্প অর্জন করেননি আনুশকা। ব্যবসাসফল ছবিই উপহার দেননি, অভিনয় করেছেন বাঘা বাঘা নায়কের বিপরীতে। এবার প্রযোজক হিসেবেও পাস করলেন তিনি। বক্স অফিসে খুব একটা হৈচৈ না তুললেও প্রথম ৩ দিনে লগ্নি তুলে এনেছে আনুশকা প্রযোজিত 'এনএইচ ১০' ছবিটি। নিজের প্রযোজিত ছবিতে অভিনয়ও করেছেন হালের এ নায়িকা।
বক্স অফিস ইন্ডিয়া জানায়, প্রথম ৩ দিনে 'এনএইচ ১০' আয় করেছে ১৩ কোটি রুপি। চলচ্চিত্রটির বাজেটও ১২-১৩ কোটির মধ্যে। দিল্লি ও পূর্ব পাঞ্জাবে ভাল ব্যবসা করেছে ছবিটি।
চলচ্চিত্রটি আবর্তিত হয়েছে পুরুষপ্রধান সমাজ ও অনার-কিলিংকে কেন্দ্র করে। ‘এনএইচ ১০’ পরিচালনা করেছেন নবদীপ সিং। অভিনয় করেছেন অানুশকা শর্মা, নীল ভোপাল ও দর্শন কুমার।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৫/ এস আহমেদ