জাজের ছবি থেকে আউট হননি মাহি। এমনটাই জানালেন এই প্রযোজনা প্রতিষ্ঠানটি। গত কয়েকদিন ধরে জাজের দুই নতুন ছবি থেকে মাহির বাদ পড়ার কথা চাউর হচ্ছে।
এ প্রসঙ্গে জাজের বক্তব্য হচ্ছে যৌথ প্রযোজনার ছবি 'প্রেমী ও প্রেমী'র নায়িকা এখনও চূড়ান্ত হয়নি।
আর 'পিকনিক' ছবি নির্মাণের প্রাথমিক পর্যায়ের কাজ চলছে মাত্র। এই অবস্থায় কিভাবে আমাদের ছবি থেকে মাহির বাদ করার কথা প্রচার হচ্ছে তা বোধগম্য নয়। এই খবর ভিত্তিহীন।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ ১৫/ সালাহ উদ্দীন