শরৎচন্দ্র চট্ট্যোপাধ্যায়ের কালজয়ী গল্প 'দেবদাস'র পার্বতী চরিত্রটি নিয়ে সংশয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তার প্রশ্ন এটি কি প্রধান চরিত্র নয়?
অপুর মনে এই সংশয়ের জন্ম দিয়েছে সদ্য ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩। এই পুরস্কারে নায়িকা চরিত্রে পুরস্কার দেওয়া হয়েছে চন্দ্রমুখীকে। তার কথায় উপমহাদেশে এ পর্যন্ত ১২ বার দেবদাস নির্মাণ হয়েছে। প্রতিটির প্রধান চরিত্র মানে নায়িকা হিসেবে পার্বতীকে দেখানো হয়েছে ও পুরস্কার দেওয়া হয়েছে। বলিউডে সর্বশেষ নির্মিত সঞ্জয় লীলা বনশালীর 'দেবদাস' এর জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে পার্বতী সেরা অভিনেত্রী ও চন্দ্রমুখীকে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে।
তাছাড়া খোদ শরৎচন্দ্রই পার্বতীকে 'দেবদাস'এর প্রধান চরিত্র করে গেছেন। তাহলে জাতীয় পুরস্কারে চন্দ্রমুখীকে কিভাবে অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করা হলো। এটিতো পার্শ্ব অভিনেত্রী হওয়ার কথা।
অপুর কথায় চন্দ্রমুখীকে অভিনেত্রী বানিয়ে পার্বতীকে ছোট করা হলো। এ পর্যন্ত ১২টি দেবদাসে যারা পার্বতী চরিত্রে অভিনয় করেছেন সবাইকে ছোট করা হয়েছে। এটি মোটেও যুক্তিযুক্ত হয়নি।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ করছি না। পার্বতী চরিত্র রূপায়নকারী হিসেবেই বলছি চন্দ্রমুখীকে সেরা পার্শ্বঅভিনেত্রী হিসেবে পুরস্কৃত করা হলে সেটিই যৌক্তিক হত।