বলিউডে এই সময়টা বোধহয় ছুটির মৌসুম চলছে। কয়েকদিন আগেই মালদ্বীপ থেকে ঘুরে এলেন সোনাক্ষী সিনহা। হুমা কুরেশিও সেরে নিয়েছেন তুর্কি ভ্রমণ। এবার ছুটির আঁচে গা সেঁকে গোয়া ঘুরছেন বিপাশা বসু। বেশ খোশমেজাজে আছেন বলিউডের এ অভিনেত্রী। খোলামেলা পোশাকে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। চালাচ্ছেন সাইকেল, করছেন সুইমিং।
বিকিনি পরা থেকে সাইকেল চালানো- নিজের খেয়ালে, বলিউডের চেনা রুটিনের বাইরে বেরিয়ে বিপাশাকে খুশিই মনে হচ্ছে। 'অ্যালোন'- থ্রিলারে দু'দুটো বিপাশা বসুকে দেখেছেন দর্শক। তবে এবার একেবারে আলাদা বিপাশা। এখানে তাঁর কলটাইম নেই। শুটিংয়ের কড়া শিডিউল নেই। ব্যস্ত জীবন থেকে একেবারেই নিজেকে বাইরে রেখেছেন তিনি। মনে যখন যা আসছে তাই করছেন। তবে অবশ্যই ভক্ত সমর্থকদের দৃষ্টি এড়িয়ে চলার চেষ্টা করছেন।
গোয়ায় তার অবকাশ যাপনের নানা খুটিনাটি নায়িকা নিজেই ইনস্টাগ্রামে ছবি আপলোডের মাধ্যমে ভক্তদের জানাচ্ছেন। কখনও সেলফি তুলছেন, কখনও হল্টার নেক বিকিনিতে ছবি তুলেছেন, কখনও আবার চুটিয়ে সাইকেল চালাচ্ছেন। আর সেসব ছবি ফ্যানদের জন্য ইন্টারনেটে আপলোড করছেন। ইনস্টাগ্রামে ছবি আপলোড করে তার লিঙ্ক দিয়েছেন টুইটারে। সেখানে তার এক বান্ধবীকে উদ্দেশ্য করে লিখেছেন- ''Happy happy @ninjapinto! Wish u all the happiness n good things in the world! Keep smiling always''
তবে বিপাশা সেখানে একাই আছেন নাকি অন্য কেউ তাকে সঙ্গ দিচ্ছে এ ব্যাপারে কিছুই জানাননি এ অভিনেত্রী।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ ২০১৫/ এস আহমেদ