বেসরকারি আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠান 'সেভ দ্য চিলড্রেন'-এর বিশ্বকর্মযজ্ঞে যুক্ত হলেন জনপ্রিয় চলচ্চিত্রকার ও সমাজসেবক অনন্ত জলিল। সংস্থাটির স্থানীয় কর্তৃপক্ষ বলেন, সম্প্রতি এ সংস্থা বাল্যবিয়ে রোধ কার্যক্রম শুরু করেছে। এতে জনপ্রিয় ব্যক্তিত্ব অনন্তকে যুক্ত করতে পেরে গর্ববোধ করছি। বরিশাল থেকে এ কার্যক্রম শুরু হবে এবং এ বিষয়ে অনন্ত জলিলের দেওয়া একটি ভিডিও বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। এ বার্তাটি 'সেভ দ্য চিলড্রেন'র ইউটিউব চ্যানেলেও দেখা যাবে। অনন্ত বলেন, আন্তর্জাতিক এ সেবা সংগঠনটির সঙ্গে যুক্ত হয়ে সমাজসেবামূলক কাজের পরিধি বৃদ্ধি করতে পেরে সত্যিই আমি আনন্দিত। এদিকে গত বছরের ২৩ নভেম্বর জন্মগ্রহণকারী জুনিয়র অনন্তকে প্রথমবারের মতো মিডিয়ার সামনে আনা হলো। সম্প্রতি অনন্ত জলিল তার ব্যবসায়িক প্রতিষ্ঠান এজে গ্রুপে নিজের চেয়ারে জুনিয়র অনন্তকে কোলে নিয়ে বসেন। তার নাম রাখা হয়েছে আরিজ ইবনে জলিল।