প্লিজ, খেলা নিয়ে আজ আর কোনো প্রশ্ন করবেন না। এ বিষয়ে আর নাক গলাতে চাই না। অনেক হয়েছে আর নয়। আগামীকাল ভারতের বিপক্ষে রুবেলের পারফরম্যান্স নিয়ে প্রত্যাশা জানতে চাইলে এভাবেই অভিমত ব্যক্ত করেন হ্যাপি। এ বিষয়কে পাশ কাটিয়ে জানালেন নিজের কর্মব্যস্ততা ও নতুন কিছু কাজের কথা।
বাংলাদেশ প্রতিদিনকে হ্যাপি বলেন, আজ বুধবার একটি শাড়িবিতানের ফটোশ্যুট করলাম। শীঘ্রই এর বিলবোর্ড ও প্রচারণা শুরু হবে। এছাড়া অপেক্ষা করছি 'রিয়েল ম্যান' ছবিটির জন্য। ইতোমধ্যে সেন্সরে জমা পড়েছে ছবিটি। আরও কিছু কাজ করছি যেটা এখুনি মিডিয়ায় বলবো না। অনেকটা সারপ্রাইজও বলতে পারেন। চলতি মাসের শেষে এসব কাজ শুরু হবে।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৫/ রশিদা