ভারতীয় ক্রিকেট দলের সেনশেসন বিরাট কোহলিকে প্রেমের প্রস্তাব দিয়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। শুধু তাই নয়, বিরাটের সঙ্গে অভিনেত্রী আনুশকা শর্মার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্বীকারের বিষয়েও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। খবর ইন্ডিয়া টুডে'র
মুম্বাইয়ে এক অনুষ্ঠানে সবার সামনে কোহলিকে এ প্রেমের প্রস্তাব দেন বলিউডের বিতর্কের রানি ও আইটেম গার্ল রাখি। তখন এ অভিনেত্রী বলেন, 'আমি বিরাটকে খুব পছন্দ করি। আনুশকা কিন্তু এখনো সবার সামনে নিজের ভালোবাসার কথা স্বীকার করেনি। কিন্তু আমি যেহেতু এই তরুণ ক্রিকেটারকে ভালোবাসি তাই সবার সামনে সেটা স্বীকার করছি। এখন অানুশকার উচিত সবার সামনে এসে সবকিছু স্বীকার করা।'
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালের প্রস্তুতির মাঝেই 'বলিউড সুন্দরী আনুশকার সদ্য মুক্তি পাওয়া মুভি 'এনএইচ১০' দেখে প্রচণ্ড মুগ্ধ হন বিরাট কোহলি। তিনি অবাক হয়েছেন প্রেমিকার অভিনয়ে। মুভিটি দেখে আনুশকাকে প্রশংসায় ভাসয়েছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক।
মুভিটি দেখা প্রসঙ্গে টুইটারে কোহলি লিখেন, 'এইমাত্র এনএইচ ১০ দেখলাম। আমি বাকরুদ্ধ। অসাধারণ মুভি। দুরন্ত অভিনয় করেছে 'মাই লাভ অানুশকা শর্মা। আমি সত্যিই ওর জন্য গর্বিত।'
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ২০১৫/শরীফ