অভিনেত্রী মাহবুবা ইসলাম সুমি নির্মাতা হিসেবে যতগুলো নাটক নির্মাণ করেছেন তার মধ্যে সংখ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পই বেশি। তারই ধারাবাহিকতায় এবার রবীন্দ্রনাথ ঠাকুরের 'গোরা' গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন মাহবুবা ইসলাম সুমি। এখানে অভিনেত্রী হিসেবে অভিনয় করছেন লাঙ্ তারকা বাঁধন। আর অভিনেতা এখনো ঠিক করা হয়নি। চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও সুমি নিজে তৈরি করছেন। এটি প্রযোজনা করছেন ইমপ্রেস টেলিফিল্ম।
চলচ্চিত্র পরিচালনা প্রসঙ্গে মাহবুবা ইসলাম সুমি বলেন, 'আমি এর আগে প্রায় ১০টি রবীন্দ্রনাথের নাটক নির্মাণ করেছি। আমার অনেক আগে থেকেই ইচ্ছে ছিল রবীন্দ্রনাথের একটি গল্প নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করব। আমি ইমপ্রেস টেলিফিল্মকে ধন্যবাদ জানাচ্ছি আমার স্বপ্নটা পূরণ করার জন্য। আমাদের প্রি-প্রোডাকশনের কাজ শেষ। শুধু অভিনেতা ছাড়া প্রায় সব ধরনের কাস্টিং চূড়ান্ত করেছি। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে আমার শুটিংয়ে যাওয়ার ইচ্ছে আছে। আমরা বাংলাদেশ ও কলকাতা দুই জায়গায় শুটিং করব।'
মাহবুবা ইসলাম সুমির নির্মিত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- মধ্যবর্তিনী, দুই বোন, শেষের রাত্রি, হৈমন্তী, অপরিচিতা, দান প্রতিদান, ত্যাগ, উদ্ধার এবং মালঞ্চ।