ভারতীয় মঞ্চের শিল্পী উপেকশা জৈন এবং টেলিভিশন উপস্থাপক পাঙ্খুরি আওয়াস্তি সম্প্রতি ভারতে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন একটি ভিডিওচিত্র নির্মাণের মাধ্যমে। গত দু’দিনে ইউটিউবে এক লাখ ৪০ হাজার বার দেখা হয়েছে ভিডিও চিত্রটি।
নারীর প্রতি সহিংস যৌন অপরাধ বন্ধ করতে বান্ধবী পাঙ্খুরিকে নিয়ে একটি র্যাপ গানের ভিডিও চিত্র নির্মাণ করেছেন উপেকশা। তারা জানিয়েছেন, ধর্ষণের সমস্যা কতটা প্রকট সেটি বোঝাতে গানটিতে বেশকিছু সাহসী শব্দ ব্যবহার করা হয়েছে যা মানুষকে নাড়া দেবে।
ভিডিওচিত্রটি দেখতে লিঙ্কে ক্লিক করুন:
https://www.youtube.com/watch?v=hxiwXQS4yQM
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৫/ রশিদা