বাংলাদেশ ও ভারতের মধ্যে চলছে সেমিতে উঠার যুদ্ধ। এ ম্যাচে ইতিমধ্যেই দু'টি ভুল সিদ্ধান্ত দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন পাকিস্তানের আম্পায়ার আলিম দার ও ইংলিশ আম্পায়ার ইয়ান গোল্ড। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৩০২ রান করেছে ভারত। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচ নিয়ে টুইট করেছেন বলিউড অভিনেতা অজুন রামপাল। সেখানে তিনি আম্পায়ারদের দেওয়া দু'টি সিদ্ধান্তই ভুল ছিল বলে মন্তব্য করেন।
টুইটারে তিনি লিখেছেন, ৩০২ রান ভালো স্কোর। বাংলাদেশও যেকোনো অঘটন ঘটাতে পারে। দুভার্গ্যজনকভাবে দুইটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। এবার ভারতের উচিৎ ভালো বোলিং করা।
ঘটনাটি ঘটে ইনিংসের ৪০তম ওভারে। সে সময় ৯০ রানে ব্যাট করছিলেন রোহিত। ওই ওভারে চতুর্থ বলটি ফুলটস দিয়েছিলেন রুবেল। বলটিতে বাউন্ডারি মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দেন রোহিত। কিন্তু লেগ আম্পায়ার দার বোলিং প্রান্তে থাকা ইয়ান গোল্ডকে 'নো' বলের সঙ্কেত দেন।
এর আগে মাশরাফির বলে সুরেশ রায়নার এলবিডব্লিউর একটি সিদ্ধান্তও নাকচ করে দেন ইয়ান গোল্ড। বাংলাদেশের রিভিউর আগে তা আউটের সিদ্ধান্ত দিলেও দিতে পারতেন তিনি।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ, ২০১৫/মাহবুব