বলিউডের অনেক তারকাই বিশেষ করে পুরুষ অভিনেতারা বাস্তব জীবনে কম বেশি ধূমপান বা এলকোহলে আসক্ত। বলা যায় ধূমপান ও মদ্যপান তাদের কাছে অনেকটা মামুলি বিষয়। তাই বলে অভিনেত্রী অালিয়া ভাটও নেশাখোর! তাই নয়, ধূমপানকে একদমই মামুলি বিষয়ে পরিণত করে ফেলেছেন হালের ইয়ুথ আইকন আলিয়া ভাট।
ভারতীয় টিভি চ্যানেল সাহারাসময়ে সম্প্রতি প্রচারিত এক সংবাদে জানা যায়, ধূমপানে আলিয়ার আসক্তি চরমে। প্রতিদিন সকালে নাকি তার এক প্যাকেট সিগারেট না হলে চলেই না! খবরে বলা হয়, সকালে এক প্যাকেট সিগারেট খালি করা ছাড়া অালিয়া নাকি দিন শুরু করতে পারেন না। মদ্যপানে আরো এক ধাপ এগিয়ে। মদের টেবিলে তার কাছে অনেক পুরুষ বন্ধুও নাকি বহুবার হার মেনেছে।
আলিয়ার বাবা মহেশ ভাট এসব বিষয়ে নাক না গলালেও নিন্দুকরা কিন্তু সমালোচনা করতে ছাড়ছেন না। তাদের ভাষায় খুব কম সময়ে তারকা খ্যাতি পাওয়াতে আলিয়ার আজ এ অবস্থা মনে করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২০ মার্চ ২০১৫/শরীফ