বলিউডের প্লেবয় খ্যাত অভিনেতা জন আব্রাহামের সাথে ফের জুটিবদ্ধ হয়ে পর্দায় আসছেন আবেদনময়ী মডেল ও অভিনেত্রী নার্গিস ফাখরি। ছবিটির নাম ‘হেরা ফেরি ৩’।
বলিউড সূত্র জানায়, ছবিটির পরিচালক জন ও অভিষেক বচ্চনকে সিনেমার জন্য চূড়ান্ত করলেও প্রধান নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো ঠিক করেতে পারেননি। তবে এ মুহূর্তে নার্গিস ফাখরিকেই নাকি চূড়ান্ত কারার কথা ভাবছেন পরিচালক।
ফাখরিকে শেষ দেথা গিয়েছিলো ‘ম্যায় তেরা হিরো(২০১৪) সিনেমায়। এর আগেও জন আব্রাহামের সাথে ‘মাদ্রাজ ক্যাফে(২০১৩) সিনেমায় অভিনয় করেছেন এই আবেদনময়ী অভিনেত্রী।
বিডি-প্রতিদিন/২০, মার্চ, ২০১৫/মাহবুব