বিয়ের তিন বছর পর ফের নিজের অভিনেত্রী স্ত্রী জেনেলিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছেন অভিনেতা রিতেশ! আজ শুক্রবার টুইটারে এ প্রস্তাব দেন তিনি।
ল্যাকমে ইন্ডিয়ান ফ্যাশন উইক- এ রাঘবেন্দ্র রাঠোরের ডিজাইন করা পোশাকে ক্যাটওয়াক করার একটি ছবি টুইটারে পোস্ট করেন রিতেশ। একই ছবি টুইটারে পোস্ট করে বলিউড অভিনেত্রী জেনেলিয়া লিখেছেন, 'হে সুদর্শন! মনে হচ্ছে, আবার তোমার প্রেমে পড়েছি।' কিছুক্ষণ পরেই রিতেশ টুইটারে রসিকতা করে বলেন, 'তুমি কি আমাকে বিয়ে করবে?'
২০১২ সালে ৩ ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে জড়ান রিতেশ ও জেনেলিয়া। গত বছরের ২৫ নভেম্বর তারা পুত্রসন্তানের মুখ দেখেন। ছেলের নাম রিয়ান। বিয়ের তিন বছর পরও তাদের মধ্যে ভালবাসা কমেনি এতটুকুও। টুইটারে তাদের এ টুইট-রিটুইট সেটাই জানান দেয়।
বিডি-প্রতিদিন/২০ মার্চ ২০১৫/ এস আহমেদ