কলকাতা ঘুরে ঢাকায় ফিরেছেন মিষ্টি হাসির অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। দেশে ফিরেই নতুন তিনটি ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। নতুন তিনটি ধারাবাহিক হচ্ছে- আবদুল্লাহ রানার 'মেগাসিটি বেগাব্ল', রহমতুল্লাহ তুহিনের 'গন্তব্য নিরুদ্দেশ' ও মোস্তাসির বিপনের 'কাছাকাছি'। ধারাবাহিক তিনটি যথাক্রমে রচনা করেছেন আবদুল্লাহ রানা, পান্থ শাহরিয়ার ও ইরাজ আহমেদ। তিনটি ধারাবাহিকে তিনটি ভিন্নরকম চরিত্রে অভিনয় করছেন বিজরী বরকতউল্লাহ। নতুন তিনটি ধারাবাহিক নিয়ে বিজরী বলেন, 'খুব বেশি বেশি কাজ করার পক্ষপাতী আমি নই। যে কারণে অনেক নাটকে কাজ করতে দেখা যায় না আমাকে। তবে যেগুলোতে কাজ করি প্রতিটিরই গল্প খুব চমৎকার। আমার নতুন তিনটি ধারাবাহিকে তিনটি ভিন্নরকম চরিত্রে অভিনয় করছি। কোনোটিতে কোটিপতির মেয়ে, কোনোটিতে বিয়ে-পাগল মেয়ে আবার কোনোটিতে একজন খুনিকে খুঁজে বেড়ানো একজন সাধারণ মেয়ে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি আমার চরিত্রগুলো ফুটিয়ে তুলতে।' বিজরী জানান, খুব শিগগিরই তিনটি ধারাবাহিক তিনটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে। এদিকে বিজরী অভিনীত সজীব পরিচালিত 'জীবন থেকে নেয়া এই শহরের গল্প' ধারাবাহিক নাটকটি নিয়মিতভাবে বাংলাভিশনে প্রচার হচ্ছে। এ ছাড়া আসছে মে মাসের মাঝামাঝি সময়ে তিনি অনিরুদ্ধ রাসেলের নির্দেশনায় সিক্যুয়াল ঈদ ধারাবাহিক নাটক 'নিয়ামত সাহেব ও তার বিবিগণ'-এ অভিনয় করবেন।