ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছে মিতু রানী কর্মকারের প্রথম মিঙ্ অ্যালবাম 'খুঁজি তোমায়'। সপ্তসুরের ব্যানারে প্রকাশিত হওয়া অ্যালবামটির সুর ও সংগীতায়োজন করেছেন তমাল হাসান। এ অ্যালবামে 'বৃষ্টি তুমি থেমো না' ও 'ছুঁয়ে' শিরোনামে গান দুটি গেয়েছেন তিনি। এবার নতুন খবর হচ্ছে, নিজের একটি একক অ্যালবামের কাজ শুরু করেছেন মিতু রানী কর্মকার। আধুনিক, ক্লাসিকাল ও ফোক ধাঁচের আটটি গান দিয়ে সাজানো হবে অ্যালবামটি। এরই মধ্যে একটি গানের কাজ শেষ হয়েছে বলে জানান শিল্পী। এ প্রসঙ্গে মিতু বলেন, আমি প্রথমে আমার গুরু পণ্ডিত সনজীব দাকে ধন্যবাদ জানাই। আমি আসলেই গানটাকে খুব ভালোবাসি, যেহেতু এটি আমার প্রথম একক অ্যালবাম, তাই একটু সময় নিয়ে ভালো করে করার চেষ্টা করছি। আমি একটু ভিন্ন ধাঁচের আটটি গান নিয়ে অ্যালবামটি সাজাতে চাই। এ অ্যালবামে সব ধরনের গানই রাখার ইচ্ছা আছে আমার। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।