'হাছন রাজা' চলচ্চিত্রের শুটিংয়ের কাজ কি শেষ?
ছবির কাজ প্রায় শেষ। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আগামী মাসে মুম্বাইয়ে বাপ্পী লাহিড়ীর স্টুডিওতে শুরু হতে যাচ্ছে এর ডাবিংয়ের কাজ। ছবিটি পরিচালনা করেছেন রুহুল আমিন। এখানে আমার সঙ্গে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ। আর হাছন রাজার ভূমিকায় অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী।
মিঠুন চক্রবর্তীর মতো একজন গুণী অভিনেতার সঙ্গে অভিনয় করতে কেমন লেগেছে?
'হাছন রাজার মতো ব্যক্তিত্বকে নিয়ে ছবি, সেই সঙ্গে মিঠুনদার মতো অভিনেতার নায়িকা হওয়া; সব মিলিয়ে এটা অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। মিঠুনদা নিজেই একটা অভিনয়ের পাঠশালা। তার কাছ থেকে ব্যবহার, অভিনয়সহ অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। এমন একজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। এ ছাড়া কলকাতা, বেঙ্গালুরু, মহীশুর, হাসনাবাদ ও ইছামতী নদীর ধারে এবং বাংলাদেশের সুনামগঞ্জে ছবিটির দৃশ্যায়ন হয়েছে। সব মিলিয়ে ছবিটি নিয়ে আমি আশাবাদী।
নতুন কোনো চলচ্চিত্রে কাজ করছেন?
এখনো চুক্তিবদ্ধ হইনি। তবে কথাবার্তা চলছে। ইচ্ছা আছে ভালো কিছু চলচ্চিত্রে কাজ করার।
নাটকে অভিনয় কেমন চলছে?
নতুন কোনো একক নাটকের কাজ এখনো শুরু করিনি। বেশকিছু ধারাবাহিক নাটকে অভিনয় করছি। প্রায় সব নাটকই নিয়মিত প্রচার হচ্ছে। 'মায়ার খেলা', 'উত্তর পুরুষ', 'সেলাই পরিবার', 'নির্বিকার মানুষ', 'আলতুর সাইকেল'সহ আরও বেশকিছু নাটকে।
মঞ্চে ও নাচের কী অবস্থা?
মঞ্চে আমি আপাতত কাজ করছি না। নাটকে অভিনয়ের জন্য এখন আর চলচ্চিত্রে কাজ করা হয় না। আর নাচ ছাড়তে পারব না। নিয়মিত চর্চা এবং প্রোগ্রাম করছি। তা ছাড়া আমি নাচ শেখাই। তাই নাচ থেকে দূরে থাকা সম্ভব নয়।
আলী আফতাব