বর্তমান সময়ে বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সর্বশেষ 'হ্যাপি নিউ ইয়ার' ছবির মধ্য দিয়ে দর্শক হৃদয় জয় করেছিলেন তিনি। এ ছবিতে অভিনয়ের জন্য বিভিন্ন পুরস্কারও বগলদাবা করেছেন দীপিকা। তবে গ্লামারাস সাজ-পোশাকে অভ্যস্ত দীপিকা এবার একেবারেই ভিন্নরূপে পর্দায় আসছেন। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি 'পিকু'। এখানে সাদাসিধা এক তরুণীর ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। এতটা সাদামাটা দীপিকাকে এই প্রথমবারের মতো পর্দায় আবিষ্কার করতে পারবেন দর্শক। ছবিতে সালোয়ার-কামিজ, শাড়িসহ সাধারণ পোশাকেই বেশি ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। পারিবারিক-ড্রামানির্ভর এমন ছবিতে দীপিকা প্রথমবারের মতো কাজ করছেন। ছবির অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিগ বি অমিতাভ বচ্চনকে। তবে নতুন এই সাজ পোশাক ও রূপে কাজ করে দারুণ আনন্দিত দীপিকা। এরই মধ্যে এ ছবির প্রমো ও গান প্রচার শুরু হয়েছে বিভিন্ন চ্যানেলে। ছবিতে একজন সাধারণ ঘরের তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। সব মিলিয়ে ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদী তিনি।