ফেরদৌস, নিপুণ। সঙ্গে আছেন আনিসুর রহমান মিলন এবং সিমলা। চার অবৈধ বসবাসকারী। ইংল্যান্ডে পৃথকভাবে ভিন্ন ভিন্ন সময়ে পাড়ি জমান তারা। অবৈধভাবে বসবাসের বিড়ম্বনাও পোহাতে হচ্ছে তাদের। এমনই গল্প আর এই চার তারকাকে নিয়ে আমিনুল ইসলাম বাপ্পি নির্মাণ করছেন 'থ্রি ইল্লিগ্যাল' ছবিটি। বাপ্পি ইংল্যান্ডেই বেড়ে উঠেছেন। সেই সুবাদে বিদেশে অবৈধপথে পাড়ি জমানোদের দুঃখ-কষ্ট নিজ চোখে দেখেছেন। তাই এ কাজে অনুৎসাহিত করতে সতর্কতামূলক মেসেজ ও বিনোদনধর্মী গল্পে নির্মাণ করছেন ছবিটি। সম্প্রতি চ্যানেল আইয়ের স্টুডিওতে শুরু হয় এ ছবির শুটিং। আগস্ট থেকে ইংল্যান্ডে টানা শুটিং চলবে। এতে আরও অভিনয় করবেন শহীদুল ইসলাম সাচ্চু ও চম্পা।