প্রেমের ছবি মানুষকে সবসময়ই টানে। যুগে যুগে প্রেমের ছবি দর্শকদের মন জয় করে এসেছে। এবার এমনই এক রোমান্টিক প্রেমের ছবি নির্মাণ করেছেন তন্ময় তানসেন। নির্মাণ, সম্পাদনা শেষে এবার ছবিটির অডিও বাজারে আসছে বলে জানিয়েছেন ছবির পরিচালক। তিনি জানান, খুব শিগগিরই আমরা এ ছবির গানগুলো শ্রোতাদের উপহার দিতে চাই। আমরা সম্পাদনা ও ডাবিং শেষে এবার এ ছবির অডিও প্রকাশ নিয়ে ব্যস্ত রয়েছি। খুব শিগগিরই শ্রোতারা এটি হাতে পাবেন। ছবিতে মোট গান রয়েছে ৬টি। এই ছবির গানগুলোর সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এসআই টুটুল, অর্ণব, অদিত এবং ব্যান্ডদল 'শিরোনামহীন' ও 'চিরকুট'। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, কণা, আসিফ আকবর, ন্যান্সি, অদিত, পড়শী, অন্বেষা দত্ত, এলিটা করিম, শোয়েব ও শিরোনামহীনের তুহিন।