বলিউডের বিশিষ্ট নির্মাতা-নির্দেশক একতা কাপূরের আগামী সিনেমা 'এক্সএক্সএক্স' –এর জন্য নগ্নতার চুক্তি স্বাক্ষর করলেন কিংফিসার ক্যালেন্ডার গার্ল কিয়ারা দত্ত। ছবির শ্যুটিংয়ের মধ্যপথে কোনও শিল্পী যাতে নগ্নতার দৃশ্য করতে বেঁকে না বসেন তা নিশ্চিত করতেই এই চুক্তির বন্দোবস্ত।
জানা গিয়েছে, একতা কাপূরের আগামী সিনেমায় বেশ কিছু সাহসী দৃশ্য থাকবে, যা আগে বলিউডের কোনও সিনেমায় দেখা যায়নি। এই সিনেমার শিল্পীদের সঙ্গে বিশেষ ওই চুক্তি করা হচ্ছে।
চুক্তিপত্রে স্পষ্ট করে উল্লেখ রয়েছে যে, এটি একটি যৌনতা সংক্রান্ত ছবি। এতে তাঁদের অনেকগুলি দৃশ্যে নগ্ন বা অর্ধনগ্ন অবস্থায় অভিনয় করতে হতে পারে। এতে আপত্তি জানাতে পারবেন না তাঁরা। পরে কোনও বিতর্কও তুলতে পারবেন না।
বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল ১৫/ সালাহ উদ্দীন