যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়েলিটি টিভি তারকা ও মডেল কিম কার্দেশিয়ান তার মেয়ে নর্থ'র সঙ্গে ভালো বন্ধুত্ব প্রত্যাশা করেন। তিনি তার একমাত্র মেয়ের সঙ্গে এমন সম্পর্ক চান যা মা ক্রিস জেনারের সঙ্গে বিদ্যমান ছিল।
অনলাইনে প্রায় সময়ই নগ্ন ও প্রায় অর্ধনগ্ন সেলফি পোস্ট করে বিতর্কের মুখে থাকতে পছন্দ করেন এই মডেল। মেয়ের সঙ্গে বন্ধুত্ব কামনা প্রসঙ্গে ৩৪ বছর বয়সী কিম বলেন, 'মা ক্রিস আমার নিকট একজন বন্ধুর চেয়ে বেশী কিছু ছিলেন। আমিও চাই আমার মেয়ে নর্থের সঙ্গেও সেরকম সম্পর্ক তৈরি হোক।'
কিম আরো বলেন, 'আমি আশা করি আমার মেয়ের সঙ্গে আমারও সেরকম বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠুক, যেরকম আমার মায়ের সঙ্গে আমার ছিল। আমি মায়ের সঙ্গে যা করতাম, চাই আমার মেয়েও তাই করুক।'
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৫/শরীফ