পেশাগত জীবনেই খবরের শিরোনামে থাকলেও এতদিন পর্যন্ত টুইটারে ছিলেন না ক্যাটরিনা কাইফ। এবার টুইটারে এলেন ক্যাটরিনা। পোস্ট করলেন তার প্রথম সেলফি।
তবে এই প্রোফাইল তার ব্যক্তিগত নয়। লোরিয়েল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এই অ্যাকাউন্ট।
যদিও ক্যাটরিনার দাবি তিনি একেবারেই সেলফি পার্সন নন, তবুও এই ছবিটা রইল তার ভক্তদের জন্য। ক্যাটরিনা টুইট করেছেন, আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ।
যদিও আমি সেলফি পার্সন নই, তবুও এই বিশেষ প্রথম সেলফিটা আমার সব ভক্তদের জন্য।
তবে সেলফি বলা হলেও ছবিটি ক্যাট নিজে তোলেননি। তার কাছে নিজের যেকোন ছবি পোস্ট করাই সেলফি।
বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল,২০১৫/ নাবিল