মাসখানেক আগে ওয়াটসঅ্যাপের মাধ্যমে প্রকাশ্যে এসেছিল রাধিকা আপতের নগ্ন ভিডিও। চারদিকে ব্যাপক আলোচনা-সমালোচনাও হয়েছিল। এবার সেই ভিডিও নিয়ে মুখ খুললেন বিতর্কিত সেই ভিডিও ক্লিপসটির পরিচালক অনুরাগ কাশ্যপ।
অনুরাগ জানিয়েছেন, তার ২০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য ছবিটি নির্মাণ করা হয়েছিল আন্তর্জাতিক বাজারে সম্প্রচারের জন্যে। ভারতীয় বাজারে এই ছবি মুক্তি দেয়ার কোনোরকম সম্ভাবনা ছিল না। তার দাবি, এই ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। ছবির মধ্যে 'আলোচিত' অংশটি শ্যুট করা সবচেয়ে কঠিন ছিল। কারণ এখানে একজন নায়িকাকে পোশাক খুলতে হয়েছিল এবং তাকে নিম্নাঙ্গের সামনে দিক উন্মুক্ত করে দেখাতে হয়েছিল। প্রথমে কোনও অভিনেত্রীই এই কাজটা করতে রাজি হয়নি। অবশেষে রাধিকাই রাজি হয়, সেই সাহসী দৃশ্যটি শ্যুট করতে। শুধু তাই নয়, এই দৃশ্যটি শ্যুটিংয়ের সময়, ফ্লোরে শুধুমাত্র মেয়েরাই উপস্থিত ছিল। তাছাড়া পোস্ট প্রোডাকশনের সময়, ওই অংশটি ব্ল্যাঙ্ক রেখে অথবা পিক্সলেট করে পাঠানো হত। সেইজন্য কেউ জানতোই না দৃশ্যটিতে কোনো অভিনেত্রী অভিনয় করেছেন।
ছবিটির প্রোডাকশন, পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে নিউইয়র্ক পাঠিয়েও দেওয়া হয়। কিন্তু আচমকা রাধিকার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় চলে আসে। এতে রাধিকা অপমানিত বোধ করেছে এবং অনুরাগ মনে করেন, রাধিকার এই অপমানের জন্য তিনিই দায়ী। তবে তিনি মনে করেন, পশ্চিমে এধরনের ভিডিও নিয়ে তেমন কোনো মাতামাতি হয় না। এই ভিডিও সংক্রান্ত সমস্ত তথ্য পুলিশের কাছে পাঠিয়েছে অনুরাগ সাইবার ক্রাইম বিভাগের সঙ্গেও যোগাযোগ করেছেন। অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অনুরাগ কাশ্যপ।
বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল, ২০১৫/ রশিদা