বিশ্বের সেরা যৌনাবেদনময়ী নারী নির্বাচিত হয়েছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রী মিচেল কিগ্যান। দশর্ককের ভোটে বিশ্বের সেরা ‘সেক্সিয়েস্ট’ নারীর খেতাব পান তিনি।
বিশ্বসেরা লাস্যময়ী নারী নির্বাচনের তালিকায় ছিলেন কিম কার্দেশিয়ান, জেনিফার লরেন্সদের মতো নামীদামী আবেদনময়ী মডেল ও অভিনেত্রীরা। কিন্তু রূপের জৌলুসে সবাইকে পেছনে ফেলে জিতে নিলেন এই পুরস্কার। নাম লেখালেন 'ওয়ার্ল্ড সেক্সিয়েস্ট' নারীর খাতায়।
বিশ্বের বিভিন্ন দেশের অভিনেত্রী-মডেলদের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল। তবে দর্শক আর পাঠকদের ভোট পেয়েই সেক্সিয়েস্ট নারীর খেতাব জিতেছেন মিচেল।
উল্লেখ্য, 'করোনেশন স্ট্রিট' সিরিয়ালে মিচেল টিনার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মিচেল। পরবর্তীতে একই নামের ছবিতেও অভিনয় করেন তিনি। শরীর প্রদর্শনে উগ্র না থাকলেও আবেদনময়ী চলন বলনের জন্য হলিউডে তিনি বেশ জনপ্রিয়।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল ২০১৫/শরীফ