মুক্তির পর থেকেই আয়ের দিক দিয়ে নতুন নতুন রেকর্ড গড়ছে হলিউড মুভি 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৭'। মুভিটি এবার চীনেও অনন্য রেকর্ড গড়েছে। জানা গেছে, চীনা বক্স অফিসের ইতিহাসে সব মুভিকে ছাড়িয়ে গেছে ‘ফিউরিয়াস-৭’। দেশটির বক্স অফিসে মুভিটি এখন পর্যন্ত আয় করেছে ৩৩৩ মিলিয়ন ডলারেরও বেশী!
চীন বক্স-অফিস পোর্টালের মতে, দেশটিতে হলিউড ছবির মধ্যে এতদিন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল ছবি ছিল ‘ট্র্যানন্সফর্মার: এজ অব এক্সটেনশন’। গত বছর মুভিটি আয় করেছিল ৩২৩ মিলিয়ন ডলার। এ আয়কে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করলো 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৭'। চীনে হলিউডের দ্বিতীয় থেকে তৃতীয় ব্যবসাসফল ছবির তালিকায় নেমে গেছে জেমস ক্যামেরনের ‘অবতার’(২০১০), যা বক্স অফিসে আয় করেছিল ২১৯ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, হলিউডের বহুল আকাঙ্ক্ষিত মুভি 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৭’ মুক্তি পায় চলতি মাসের ৩ তারিখ। নানা কারণেই মুভিটি সারা বিশ্বে প্রবল আগ্রহ তৈরি করে। মুভিটির একজন অভিনেতা পল ওয়াকের মৃত্যু সেই আগ্রহ আরো ত্বরান্বিত করে। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ মুভি সিরিজের অন্যতম একটি চরিত্রে অভিনয় করতেন পল ওয়াকার। তিনি ২০১৩ সালের ৩০ নভেম্বর এক সড়ক দুর্ঘটনায় মারা যান।
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৫/শরীফ