মানের দিক থেকে একটি খারাপ সিনেমাও সিরিয়ালের চেয়ে অনেক ভালো হয়। কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এই মন্তব্য করেছেন। সম্প্রতি আনন্দ বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর ক্যারিয়ার নিয়ে বলতে গিয়ে এ কথা বলেন।
বর্তমান সময়ের জনপ্রিয় ‘সিরিয়াল’ নিয়ে সৌমিত্র চ্যাটার্জি আরও বলেন, সিরিয়াল ব্যাপারটা উপভোগ করি না। আমার মনে হয় খুব খারাপ ছবিও সিরিয়ালের চেয়ে ভাল হয়।
এদিকে সিরিয়াল উপভোগ না করা সত্বেও তিনি কেন ‘জলনূপুর’ নামের একটি সিরিয়ালে কাজ করছেন, এমন প্রশ্নের জবাবে সৌমিত্র বলেন, ‘কারণ ওই সিরিয়ালে সাবেত্রী আছে। ওর সঙ্গে কাজ করতে আমার সব সময়ই ভালো লাগে। সাবিত্রী আমাকে ধরেছিল ‘জলনূপুর’ এ কাজ করার জন্য। ওকে সারা দেশের মানুষ সম্মান করে। বড় অভিনেত্রী বলে মনে করে। তাই ওর অনুরোধে ‘না’ করতে পারিনি’।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল, ২০১৫ / রোকেয়া।