ইউটিউবে প্রকাশিত হল অনুরাগ কশ্যপের বহুদিনের স্বপ্নের ছবি ‘বোম্বে ভেলভেট’ এর ‘নাক পে গুসসা গান’-এর ভিডিও। ‘বম্বে ভেলভেট’ ছবিটির মুখ্য চরিত্রে রয়েছেন অনুশকা শর্মা, রণবীর কাপুর, করন জোহর প্রমুখ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ফ্যান্টম ফিল্মস ও ফক্স স্টার ইন্ডিয়া।
‘নাক পে গুসসা’ গানটির গীতিকার অমিত ত্রিবেদী। এই গানে আনুশকাকে পেশাদারি লাস্যময়ী গায়িকা হিসেবে গান গাইতে দেখা যায়। গানের ভেতর প্রেমিকা আনুশকা শর্মাকে প্রহার করতে দেখা রণবীরকে। ১৯৫০ আর ১৯৬০ সালে মুম্বাইয়ের চেহারা আর জীবনধারা নিয়েই ‘বোম্বে ভেলভেট’। আগামী ১৫ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘নাক পে গুসসা গান’ এর ভিডিওটি দেখতে চাইলে নিচে ক্লিক করুন।
https://www.youtube.com/watch?v=MJhPbUikNLA
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৫/মাহবুব