নেপালে ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮০ লাখ মানুষ। পৃথিবীর বিভিন্ন দেশের মতো বিপর্যস্ত দেশটির পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারা।
অমিতাভ বচ্চন, অনিল কাপুর, শাহরুখ খান, করণ জোহর, আলিয়া ভাটসহ আরও অনেকেই তাদের ফ্যান ফলোয়ার বন্ধুদের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। ‘জয়েন্ট হ্যান্ড ফর নেপাল’ শিরোনামে অনলাইনে ত্রাণ গ্রহণের ব্যবস্থা করেছেন এ তারকারা।
শুরুতে এক লাখ টাকা তোলার টার্গেট নিয়েছেন আয়োজকরা। পাঁচ হাজার টাকা দামের বিশটি সারভাইভ্যাল কিট কিনে নেপালে পাঠাতে চান তারা। এই কিটে থাকবে তারপুলিন তাবু, ম্যাট এবং পরিচ্ছন্নতার জন্য বিবিধ সামগ্রী। ‘কেয়ার ইন্ডিয়া’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা নেপালে দুর্গতদের সাহায্যার্থে কাজ করছেন। এই সংস্থার সঙ্গেই একত্রিত হয়েছেন বলিউড তারকারা।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল, ২০১৫/ রশিদা