জাজকে ঘিরে মাহি নাকি এখন চরম হতাশ। জাজের ছবি 'প্রেমী ও প্রেমী'তে তিনি নেই। এটি মাহি ভক্তদের জন্যও হোঁচট খাওয়ার মতো বিষয়। কারণ এ নায়িকাকে চলচ্চিত্র জগতে আনে এ প্রতিষ্ঠানটি। তাকে প্রতিষ্ঠাও পাইয়ে দেয়। প্রতিষ্ঠানটির প্রযোজিত ১২টি ছবির প্রতিটিতেই নায়িকা ছিলেন মাহি। তাহলে এ ছবিতে তিনি নেই কেন? এ প্রশ্নের উত্তর মাহি বা জাজ কেউই পরিষ্কার করে দিচ্ছেন না। তাহলে মাহির সঙ্গে জাজের সম্পর্কের অবনতির যে খবর বেশ কিছুদিন ধরে প্রকাশ হচ্ছে তা কি সত্যি। মাহি 'অগ্নি টু' এর পর চলচ্চিত্র ছাড়ছেন বলে ফেসবুকে যে স্ট্যাটাস দেন তাও কি সত্যি। মাহি এ ব্যাপারে এখন মুখ না খুললেও 'প্রেমী ও প্রেমী' থেকে বাদ পড়ায় তার সঙ্গে জাজের সম্পর্কের অবনতির বিষয়টি মাহির দর্শক-ভক্তরা বিশ্বাস করতে শুরু করেছে। গত মাসে বাংলাদেশ প্রতিদিনের শোবিজে 'মাহি বোল্ড আউট' শিরোনামে এ সংক্রান্ত একটি খবর প্রকাশ হলে জাজের পক্ষ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। শেষ পর্যন্ত নতুন ছবি থেকে মাহি বাদ পড়ায় সে খবরটিই সত্য হলো।
কয়েক মাস আগে মাহি চলচ্চিত্র ছাড়া এবং যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়া সংক্রান্ত একটি স্ট্যাটাস দেয় ফেসবুকে। কথিত আছে জাজের সঙ্গে মাহির সম্পর্কের অবনতি হলে অভিমান করেই এই স্ট্যাটাস দেন এবং যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। এ খবর মিডিয়ায় চাউর হলে জাজ মাহিকে বুঝিয়ে শুনিয়ে ফিরিয়ে আনে এবং 'অগ্নি টু' এর কাজ শেষ করতে ব্যাংকক পাঠায়। 'প্রেমী ও প্রেমী' ছবির জমকালো মহরত অনুষ্ঠানে মাহির উপস্থিতি না থাকার বিষয়টিতেও 'মাহি-জাজ'এর সম্পর্কের অবনতির গন্ধ খোঁজেন অনেকে। তাহলে কি জাজের সঙ্গে মাহির সম্পর্কে সত্যিই ফাটল ধরেছে। এ নিয়ে হতাশায় ডুবেছেন মাহি। মাহির ভক্তরাও এ প্রশ্নের উত্তর খুঁজছেন এখন।