বলিউড অভিনেত্রীদের মধ্যে দ্বন্দ্ব প্রকট। সাধারণত একজন অন্যজনকে টপকে যেতে চান যে কোনো পরিস্থিতিতে। কিন্তু এ প্রতিযোগিতা মাঝেমধ্যে মাত্রা ছাড়িয়ে যায়। এমনই এক প্রতিযোগিতা ছিল দীপিকা পাড়ুকোন এবং কঙ্গনা রানৌতের মধ্যে। 'কুইন' ছবিতে কঙ্গনা যে অসামান্য অভিনয় করেছেন তাতে বলিউড তারকারাও তার ভক্ত হয়ে গেছেন। দীপিকা পাড়ুকোন সম্প্রতি এক অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার কঙ্গনাকে উৎসর্গ করেন। কিন্তু হিতে যে বিপরীত হবে তা বোঝেননি তিনি। ফোন করে না জানিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রশংসা করায় নাখোশ হন কঙ্গনা। অবশেষে তাদের ভুল বোঝাবুঝি ভেঙেছে।
কয়েক দিন আগে মানালিতে কঙ্গনাকে ফোন করে কথা বলেন দীপিকা। তাদের মধ্যে বেশ খানিকক্ষণ কথা হয়। কঙ্গনার সঙ্গে তেমন কোনো যোগাযোগ ছিল না বলে ফোন করেননি দীপিকা। এখন তার প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা! তারা এখন ভালো বন্ধু হয়ে উঠেছেন বলা যায়। আর এ বিষয়টি নিয়ে বলিউডে চলছে নানা আলোচনা। কারণ ঘটনাটি অস্বাভাবিক। প্রশংসা করায়ও যে কেউ রাগ করতে পারে, এটাই বিস্ময়ের। অবশ্য ঘটনা অন্যখানে। আমির খানের মতো কঙ্গনাও ঘোষণা দিয়ে বলিউডের সব পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন। এ কারণে তিনি দীপিকার প্রতি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, দীপিকা সরাসরি ফোন করলেই খুশি হতেন তিনি। তার ভাষ্য- 'দীপিকাকে বলেছি, আমি পুরস্কার দেওয়ার অনুষ্ঠান এড়িয়ে চলি। তাই অমন আয়োজনে আমার প্রশংসা ভালো লাগেনি। ও ফোন করায় খুব খুশি হয়েছি। দীপিকা বিনয়ী ও আবেগপ্রবণ মেয়ে।'
'কুইন'র জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন কঙ্গনা।