একই দিন যুক্তরাষ্ট্র ও ঢাকায় মুক্তি পাচ্ছে 'অ্যাভেঞ্জার্স-টু' ছবিটি। এর মাধ্যমে আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, থর, হাউকি, নিক ফিউরি এবং ব্ল্যাক উইডো-মার্ভেল কমিকসের সুপার হিরোরা আবার একসঙ্গে পর্দায় আসছেন। ১ মে আন্তর্জাতিক মুক্তির দিন থেকেই ঢাকার স্টার সিনেপ্লেক্সে চলবে সর্বাধিক সুপার হিরোর সমন্বয়ে বানানো 'অ্যাভেঞ্জার্স : এজ অব আলট্রন'। বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তোলা 'দ্য অ্যাভেঞ্জার্স'-এর দ্বিতীয় কিস্তি এটি।
দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইতালি, যুক্তরাজ্যের পাশাপাশি গত বছর বাংলাদেশে চট্টগ্রামের ভাটিয়ারির জাহাজভাঙা অঞ্চলে এর দৃশ্য ধারণ হয়। আগের ছবির মতো এবারেরটিও পরিচালনা করেছেন জস হোয়েডন। এবার অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র [আয়রনম্যান], ক্রিস ইভান্স [ক্যাপ্টেন আমেরিকা], মার্ক রাফালো [হাল্ক], ক্রিস হেমসওয়ার্থ [থর], স্কারলেট জোহানসন [ব্ল্যাক উইডো], জেরেমি রেনার [হাউকি], স্যামুয়েল এল জ্যাকসন [নিক ফিউরি]। সঙ্গে নতুন যুক্ত হয়েছেন ডন শিয়াডল, অ্যারন টেলর-জনসন, এলিজাবেথ ওলসেন, পল বেটানি, ইডরিস অ্যালবা, জেমস স্পেডার ও হেইলি অ্যাটওয়েল।