শাবনূর ফিরছেন। দুই বছরেরও বেশি সময় ধরে ক্যামেরার পেছনে তিনি। ২০১৩ সালে অভিনয় করেন 'কিছু আশা কিছু ভালোবাসা' ছবিতে। ব্যস, ওই পর্যন্তই। চলে যান অস্ট্রেলিয়ায়। ওই বছরের ডিসেম্বরে মা হন। দেশে ফেরেন ২০১৪ সালের সেপ্টেম্বরে। তারপর একান্ত নিভৃতে স্বামী-সন্তান নিয়ে গৃহকোণে। অনেকবার অভিনয়ে ফেরার কথা বলেও ফেরেননি। সন্তান আইজানকে নিয়ে সময় কাটান। শেষমেশ শুটিংয়ে ফিরছেন। ছবির শিরোনাম 'পাগল মানুষ'। ২০১১ সালে এই ছবির শুটিং শুরু হয়। ছবির নির্মাতা ছিলেন এম এম সরকার। ২০১২ সালের ডিসেম্বরে হঠাৎ করেই মারা যান এই নির্মাতা। বন্ধ হয়ে যায় ছবির নির্মাণকাজ। নানা কারণে প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করতে পারেনি শুটিং। অবশেষে নতুন নির্মাতা খুঁজে পাওয়া গেল। তিনি হলেন প্রখ্যাত নির্মাতা বদিউল আলম খোকন। কাজ শুরু করলেন তিনি। গত কয়েক দিন ধরে এফডিসিতে একটি আইটেম গানের চিত্রায়ণ হচ্ছে। এতে অংশ নিচ্ছেন বিপাশা। এটি শেষ করেই শাবনূরের কাজ ধরবেন। মানে দুই বছরেরও বেশি সময় পর ক্যামরার সামনে দাঁড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।