বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি ছাড়িয়েছে ভারুন ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুর অভিনীত 'এবিসিডি টু' সিনেমার আয়। ১৯ জুন মুক্তি পাওয়া সিনেমাটি মূলধন উঠিয়ে নিয়েছে অনেক আগেই। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী শত কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়ে ফেলেছে ৬৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি। বক্স অফিস বিশ্লেষক তারান আদর্শ টুইট করে জানান, ভারতব্যাপী এক সপ্তাহে ৯২ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে 'এবিসিডি টু'। বাকি ১১ কোটি ৪৫ লাখ রুপি এসেছে দেশের বাইরের সিনেমা হলগুলো থেকে। খুব শিগগির কেবল ভারতে শত কোটি রুপি আয় করে নেবে সিনেমাটি। এনডিটিভি বলছে, ১৯ জুন মুক্তি পেয়েই 'এবিসিডি টু' আয় করে ১৪ কোটি ৩০ লাখ রুপি। এ বছরের সেরা হিট 'তানু ওয়েডস মানু রিটার্নস', 'গাব্বার ইজ ব্যাক' এবং 'দিল ধাড়াকনে দো'কে পেছনে ফেলে চলতি বছর উদ্বোধনী সপ্তাহের (শুক্র, শনি, রবি) সর্বোচ্চ আয়ের রেকর্ডটিও ভেঙেছে 'এবিসিডি টু'। সমালোচকদের মন জয় করার ক্ষেত্রে খানিকটা পিছিয়ে থাকলেও গানের চিত্রায়ন এবং নাচের ভঙ্গি দিয়ে দর্শক মাতাচ্ছে 'এবিসিডি টু'।