হামদ-নাতের অ্যালবামটির কেমন সাড়া পাচ্ছেন?
এ অ্যালবামটি সাজানো হয়েছে কাজী নজরুল ইসলামের হামদ-নাতগুলো দিয়ে। তাই এটির নাম দেওয়া হয়েছে 'এই সুন্দর ফুল'। রোজাকে উপলক্ষ করেই অ্যালবামটি করা। একটু ভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছি এ অ্যালবাটি। এরই মধ্যে ভালো সাড়া পাচ্ছি চারপাশ থেকে।
'পদ্মপুকুর' অ্যালবামটি নিয়ে কিছু বলুন?
এটি হচ্ছে আমার আরও একটি নতুন অ্যালবাম। 'পদ্মপুকুর' অ্যালবামের একটি গান থেকেই নেওয়া হয়েছে নামটি। এতে থাকছে সব মৌলিক গান। গানগুলো লিখেছেন হুমায়ুন কবির, গাজী মাজহারুল আনোয়ার, কবির বকুল, জুলফিকার রাসেল, এসআই শরীফ ও এমাদ জুয়েল। সব কটি গানের সুর ও সংগীত মইনুল ইসলাম খানের। লেজার ভিশন অ্যালবামটি প্রকাশ করবে ১৮ রোজার পর। আমি মনে করি, তারা সব সময় ব্যবসায়ের চেয়ে সৃজনশীলতাকে কিছুটা বেশি প্রাধান্য দেয়।
ঈদের কোনো অনুষ্ঠান করছেন?
ঈদে বেশ কিছু টিভি চ্যানেলে গানের অনুষ্ঠানে গান পরিবেশন করার কথা আছে। এরই মধ্যে বাংলাভিশনের জন্য একটি ঈদের কাজ শেষ করলাম। ২৯ তারিখে এনটিভির জন্য আরও একটি অনুষ্ঠান করার কথা আছে। এছাড়া আরও কিছু ঈদের কাজ করার কথা আছে।
নতুন কোনো চলচ্চিত্রে গান করেছেন?
চলচ্চিত্রে আগের মতো আর এখন কাজ করছি না। কিন্তু একটা সময় প্রচুর প্লেব্যাক করতাম। এক দিনে তো পাঁচটা গানেরও প্লেব্যাক করেছি। এমনও হয়েছে, আমেরিকায় গেছি, সেখানে ফোন আসত। আপনি এলে গান হবে। তারপর ছবির কাজ শুরু হবে। কিন্তু বছর দশেক ধরে চলচ্চিত্র শিল্পের অবস্থা খুব একটা ভালো না। তবে এর মাঝেও কিছু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিচ্ছি।
লেখালেখি কেমন চলছে?
লেখালেখি করার তেমন সময় পাই না। তার মধ্যেও যেটুকু সময় পাই লেখালেখি করার চেষ্টা করি। দুটি বই লিখেছিলাম। এর মধ্যে একটির নাম 'স্থবির যাযাবর'। এটি বেরিয়েছিল অনন্যা থেকে। এরপর লিখি কবিতার বই 'মুখোমুখি যুদ্ধ', প্রকাশক পাঞ্জেরী।
আলী আফতাব