বাবার বাড়ি ছেড়ে মুম্বাইয়ে ভাড়া করা একটি ফ্ল্যাটে উঠতে যাচ্ছেন অভিনেত্রী অনীল কাপুরের মেয়ে সোনম কাপুর। সোনম বড় হয়েছেন। ইউনিভার্সিটির পড়াশোনাও প্রায় শেষ পর্যায়ে। উপরন্তু বলিউডে বেশ ভালো অবস্থানে আছেন। তাই এবার একাকী থাকার সময় এসেছে মনে করছেন এই অভিনেত্রী।
মুম্বাইয়ের জুহুরে অবস্থিত বাবার বাড়ি ছেড়ে এবার নিজের ফ্ল্যাটে থাকার পরিকল্পনায় আপাতত ব্যস্ত এই স্টাইল ডিভা। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে তিনি একটি ডুপ্লে অ্যাপার্টমেন্ট কিনেছেন। তিন এবং চারতলা নিয়ে তৈরি এই ডুপ্লেটি আয়তনে প্রায় ৭০০০ বর্গফুট। তবে ফ্ল্যাটটির পজেশন পেয়ে গেলেও এখন পর্যন্ত সেখানে বসবাস শুরু করেননি সোনম। তবে এখন বেশ জোরেশোরে চলছে ডুপ্লেটির অভ্যন্তরীণ সাজসজ্জার কাজ। আর এই ব্যাপারে তাকে সহায়তা করছেন মাসি কবিতা সিং। কবিতা খুবই জনপ্রিয় ইন্টেরিয়র ডিজাইনার। আর কবিতার সঙ্গে হাত লাগিয়েছে স্বয়ং সোনাম কাপুরও। অভিনেত্রীর রুচি এবং পছন্দমতোই সাজানো হবে নতুন ফ্ল্যাটের প্রতিটি কোণা।
বিডি-প্রতিদিন/২৯ জুন ২০১৫/শরীফ