চলে গেলেন দর্শকপ্রিয় কৌতুক অভিনেতা রাশেদ রানা পাপ্পু। আজ সোমবার ভোরে তিনি রাজধানীর লালবাগে নিজ বাস বভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর। তার অকাল মুত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোক নেমে আসে। পাপ্পুর মামা জাভেদ জানান, প্রায় তিন/চারমাস আগে হার্টের সমস্যাজনিত কারণে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন পাপ্পু। চলতি সময়ে এসে শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত শো করতে পারতেন না। তবে জীবিকা নির্বাহের জন্য চেষ্টা করতেন শো করতে। দু’একদিনের মধ্যেই তার ডাক্তারের কাছে যাবার কথা ছিলো চেক আপের জন্য। কিন্তু তার আগেই পরপারের ডাকে চলে গেলেন তিনি।
এক সময়ের পর্দা কাঁপানো সকলের প্রিয় কৌতুক অভিনেতা পাপ্পু দেশের খুবই জনপ্রিয় কৌতুক অভিনেতা ছিলেন। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’ আর মোল্লা লবণের সেই বিজ্ঞাপন আজও সবাইকে স্মরণ করিয়ে দেয় তার কথা।