শরীরী উত্তাপ ছড়িয়ে বলিউডে খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছেন সানি লিওন। কিন্তু প্রাক্তন পর্ণো তারকা হওয়ায়, বলিউডে এখন পর্যন্ত কোনো প্রথম সারির অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাননি তিনি। এমনকি সিরিয়াল কিসার ইমরান হাশমিও তাকে ফিরিয়ে দিয়েছেন। এ নিয়ে সানি নিজেই অনেকবার আক্ষেপ করেছেন। এবার খানিকটা হলেও সেই আক্ষেপ বা দুর্নাম ঘুচতে যাচ্ছে সানির। বলিউডে সঙ্গী পেয়ে গেছেন তিনি। খুব শিগগির অক্ষয়ের পাশে দেখা যাবে সানি লিওনকে।
ভারতের জনপ্রিয় একটি বিনোদন সাইটে প্রকাশিত খবর অনুযায়ী, অক্ষয় কুমারের আগামী সিং ইজ ব্লিং সিনেমায় একটি ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্য সানিকে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি পাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিয়েছেন সানি।
ফলে বলিউডের যে এলিট শ্রেণির অভিনেতা-অভিনেত্রী, পরিচালকরা সানি লিওনকে বাঁকা নজরে দেখতে অভ্যস্ত, সেই সব ব্যক্তিদের চোখ কপালে তুলে সানি লিওন এবার স্ক্রিন ভাগাভাগি করতে চলেছেন সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে।
জানা গেছে, এমটিভির জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান স্প্লিটসভিলা-র জন্য গোয়াতে শুটিং করার সময় এই প্রস্তাব পান সানি। সেই সময় সিং ইজ ব্লিং-এর কলাকুশলীরা গোয়াতেই শুটিং করছিলেন। হঠাৎই তাদের মনে হয় সিনেমায় সানিকে যুক্ত করতে পারলে তা ভালো বই খারাপ হবে না। কারণ সানিরও একটি নিজস্ব ফ্যান ফলোয়িং আছে।
সিং ইজ ব্লিং সিনেমায় ক্যামিও রোলের প্রস্তাব গ্রহণ করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে সানি জানিয়েছেন, 'আমার এক স্বপ্ন পূরণ করার সুযোগ এসেছে। বলিউডে নতুন করে শুরু করার ক্ষেত্রে এটা প্রথম পদক্ষেপ। দারুন খুশি লাগছে।'
বিডি-প্রতিদিন/৩০ জুন ২০১৫/ এস আহমেদ