জান্নাতুল ফেরদৌস পিয়া নামটি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে উঠে ওয়েস্টার্ন কোনো পোশাকে মডেলিং অথবা র্যাম্পে হাঁটছেন কোনো সুন্দরী ললনা। কিন্তু এ ধারাবাহিকতার বিচ্ছেদ ঘটতে যাচ্ছে পিয়ার পরবর্তী ছবিতে।
সম্প্রতি ‘শেষ প্রহর’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন হালের আলোচিত এই মডেল ও অভিনেত্রী। ছিটমহল নিয়ে তৈরি হওয়া এই ছবিটির কাজ শুরু হবে আগামী অক্টোবরে। এইচ আর হাবিবের পরিচালনায় এতে পিয়াকে দেখা যাবে রেনু বালা চরিত্রে। যেখানে ভিন্নভাবে উপস্থাপন করা হবে তাকে। সাদা আট পৌঢ়ে শাড়িতে জড়ানো থাকবে তার দেহ। এ ছবিতে আরও রয়েছেন ডন, শিমুল খান ও মৌসুমী হামিদ প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পিয়া বলেন, অনেকদিন পর একটি ভালো কাহিনী পেলাম। চেষ্টা করবো অভিনয়ের সেরাটা ঢেলে দিতে।
শিকড় গল্পকথাচিত্রের ব্যানারে নির্মিত হবে এ ছবিটি। এইচ আর হাবিব পরিচালিত প্রথম চলচ্চিত্র রূপগাওয়াল মুক্তি পায় ২০১৩ সালে।