বলিউড সুপারস্টার সালমান খানের বছরে সাধারণত একটা মুভি মুক্তি পায় ভক্তরা এমনটাই জানে। বিগত কয়েক বছর ধরেও এর ব্যতিক্রম হচ্ছে না। তবে চলতি ২০১৫ সালই সালমান ভক্তদের জন্য হতে যাচ্ছে ভিন্ন রকম একটি বছর কারণ এই বছরেই যে মুক্তি পাচ্ছে সালমানের দু' দুটি মুভি। সামনের ঈদে মুক্তি পাবে সালমান অভিনীত 'বাজরঙ্গী ভাইজান' মুভিটি। এতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। দীর্ঘ চার বছর পর এই দুই তারকাকে ফের একসঙ্গে বড় পর্দায় দেখতে পাবেন দর্শকরা। এই জুটির সর্বশেষ মুভি 'বডিগার্ড' মুক্তি পেয়েছিল ২০১১ সালে।
আর ঈদের পর দিওয়ালিতে মুক্তি পাবে সালমান অভিনীত বছরের দ্বিতীয় মুভি 'প্রেম রতন ধন পায়ো'। ১২ নভেম্বর মুক্তি পাবে মুভিটি। এতে সালমানের বিপরীতে আছেন অনীল কন্যা সোনম কাপুর। বর্তমানে মুভিটির নির্মাণকাজ চলছে। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এক টু্ইটার বার্তায় একথা জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
বিডি-প্রতিদিন/৩০ জুন ২০১৫/শরীফ