সোমবার দিবাগত শেষ রাতে (গতকাল) ছড়িয়ে পড়ে একটি গুজব। নায়করাজ আর নেই। আর এ নিয়েই গতকাল সারা দিন শোবিজ পাড়া এবং নায়করাজ ভক্তদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। কিন্তু পুরো খবরটিই মিথ্যা। আর এমন খবর ছড়িয়ে পড়ায় চরম বিরক্ত নায়করাজের পরিবার। নায়করাজের ছোট ছেলে অভিনেতা সম্রাট বলেন, 'সবার কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করি। কোনো মানুষকে নিয়েই এমন খবর ছড়ানো ঠিক নয়।' নায়করাজকে নিয়ে সবারই আগ্রহ রয়েছে। তাই বলে কোনো কান কথাকে তো আর কেউ ছড়িয়ে দিতে পারে না!'
এদিকে নায়করাজ রাজ্জাক এখনো ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু খুশির খবর হচ্ছে, তিনি সুস্থ হয়ে উঠছেন। তার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে।'
সম্রাট বলেন, 'বাবা ভালো হয়ে উঠছেন। সবার দোয়ায় আগের থেকে অনেক ভালো তিনি। আশা করি সুস্থতার উন্নতির ধারা বজায় থাকবে। তিনি পুরোপুরি ফিট হলে বাসায় নিয়ে যাওয়া হবে।'
শ্ব্বাসজনিত সমস্যার কারণে রাজ্জাককে গত শুক্রবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে অবশ্য চিকিৎসকরা জানান, রাজ্জাকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার ছেলে সম্রাটও জানান, চিকিৎসকরা তাদের আশ্বস্ত করে বলেছেন, চিন্তার কিছুই নেই।