সম্প্রতি মুক্তি পাওয়া 'পিকু' ছবিতে কপালে ছোট্ট টিপ, চোখে কাজল আর খোলা চুল নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছিলেন দীপিকা। তার এমন রূপ দেখে সবাই যখন 'নস্টালজিক', ঠিক তখনই জানা গেল পিকুর দুলে মজেছেন ছবির নায়িকা। 'পিকু' ছবির কোনো স্মৃতিই হারাতে চান না দীপিকা। এ কারণে ছবিতে ব্যবহৃত একজোড়া কানের দুলও সযত্নে গয়নার বাক্সে ভরে আড়লে রাখতে চান। মূলত ছবির স্মারক হিসেবে সেই দুল নিজের কাছে রাখতে চান তিনি। এদিকে বলিউডপাড়ায় খবর রটেছে, পিকুর নির্মাতা সুজিতের কাছ থেকে একজোড়া কানের অলঙ্কার চেয়ে নিয়েছেন দীপিকা। ছবিতে এই দুলই তার কানে শোভা পেয়েছিল বলেও জানা গেছে। আর 'পিকু' ছবি নিয়ে তুমুল উচ্ছ্বসিত। দীপিকা এর আগেও অনেক ছবি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু এবার সব মাত্রা নাকি ছাড়িয়ে গেছে। তিনি যেখানে যাচ্ছেন সেখানেই শুধু 'পিকু' নিয়ে আলোচনা করেন। দীপিকা অবশ্য বলেছেন, তার জীবনের অন্যতম সেরা ছবি এটি। তাই ভালোবাসাও বেশি। আর এ কারণেই তিনি সবচেয়ে বেশি প্রচারণা চালিয়েছেন 'পিকু' ছবির। পারিশ্রমিকের কথা না ভেবে শুধু কাজ করে গেছেন।