মেয়েটির পুরো নাম ইন্দিরা অ্যানে ভার্মা। আর তার বর্তমান বয়স ৪৩। ১৯৯৭-এ পরিচালক মীরা নায়ারের ‘কামসূত্র: এ টেল অব লভ’ দিয়ে প্রথম ভারতীয় দর্শকদের কাছে পরিচিতি পান এই ব্রিটিশ অভিনেত্রী। ভারতীয় প্রাচীন শিল্পশৈলীকে তুলে ধরা হয়েছিল ছবিতে। তবে এটি ছিল একটি ঐতিহাসিক কল্পচিত্র। ভারতে নিষিদ্ধ হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছিল ছবিটি। মুখ্য চরিত্রে তারার ভূমিকায় ইন্দিরাকে নিয়েছিলেন পরিচালক মীরা নায়ার।
তাঁর যে কোনও ভুল হয়নি তার প্রমাণ ইন্দিরার অভিনয়। যাঁরা ওই ছবি দেখার সুযোগ পেয়েছিলেন তাঁরা মুগ্ধ হয়েছিলেন ইন্দিরার অভিনয়ে। এর পর ২০০৪। ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ ছবিতেও সকলের নজর কেড়েছিলেন এই অভিনেত্রী। এরপর একদম গায়েব হয়ে গেলেন তিনি।
বলিউডে আর সে ভাবে দেখা যায়নি ইন্দিরাকে! তবে ‘হিউম্যন টার্গেট’, ‘লুথার’এর মতো একের পর এক জনপ্রিয় হলিউডের টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি! সাম্প্রতিক কালে ‘গেম অফ থ্রোনস’ এ তার অভিনয় প্রশংসিত হয়েছে।
বিডি প্রতিদিন/তাফসীর