২০১৫ সালে সাইফ আলী খানের সাথে 'ফান্টম', চলতি বছরের শুরুর দিকে আদিত্য রয় কাপুরের সাথে 'ফিতুর', এবার সিদ্ধার্থ মালহোত্রার সাথে 'বার বার দেখো'; বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবার নিজের ব্যর্থতার হ্যাট্রিক করলেন। কাহিনী, নির্মাতা, সহ-অভিনেতারা ভিন্ন ভিন্ন হলেও, ছবি তিনটির মধ্যে একটা দিক দিয়ে ভীষণ মিল। সেটি হলো ব্যবসায়িকভাবে সবগুলো ছবিরই তরি ডুবে যাওয়ার আগে মাথা তুলেই দাঁড়াতে পারেনি।
'বার বার দেখো' ছবিতে বার বার একটি বিষয় দেখাতে গিয়েই বোধ করি দর্শক শ্রোতাদের মনে বিরক্তি উৎপাদন করেছেন ক্যাটরিনা-সিদ্ধার্থ। ছবিটির প্রচারণায় কী-ই না করেছেন তারা। মুক্তির আগের ছবির গানের লাইন আর নাচের মুদ্রা তো হাজার হাজার মানুষকে মুখস্তই করিয়ে ফেলেছিলেন। কিন্তু তারপরও তীরে এসে তরি ডুবল বলিউডের নতুন এ জুটির।
নিত্য মেহরা প্রযোজিত ছবিটি মুক্তির তিন দিনে আয় করেছে মাত্র ২১ কোটি রুপি। নির্মাণব্যয় বাদ থাক, ছবির প্রচারণাতেওর এর চেয়ে ঢের বেশি ব্যয় করা হয়েছিল। তারপরও শুধু ভাগ্যদেবীই নয়, সমালোচকদের মনও জয় করতে পারেনি ছবিটি। সূত্র : ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/১৩ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা