ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ছবিটির ট্রেইলারের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ট্রেইলারেই একটি গোসলের দৃশ্য ছাড়াও বেশকিছু রগরগে দৃশ্য দেখানো হয়েছে। আর কারণেই শাকিব ভক্তরা ক্ষেপেছেন অনেক বেশি। তারা বলছেন, 'শাকিব খানের ছবিতে কেন অশ্লীলতা থাকবে?'
ট্রেইলারে একটি গানে শাহরিয়াজ ও জারার গান গত দশকের অন্ধকার বাংলা চলচ্চিত্রের কথা মনে করিয়ে দিচ্ছে। এছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক তনয় সম্রাট ও তিথি কবির।
শুটার ছবিটি আলোচনায় আসে ছবির শুটিং চলাকালীন সময়ই। শাকিব খান কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) 'শুটার ছবির মারপিটের দৃশ্যধারণ করছিলেন। সে সময় তিনি একটি দৃশ্যে দোতলা ভবন থেকে লাফিয়ে নিচে পড়ে গিয়ে আহত হন। এসময় তার হাঁটুতে চোট লাগে। বাঁ পা মচকে যায়।
ছবিতে শাকিব ছাড়াও আরও দুই নায়ক রয়েছেন, এই নিয়ে দর্শক মহলে যথেষ্ঠ কৌতুহল তৈরি হয়। সম্প্রতি শুটারের ট্রেইলার অনলাইনে প্রকাশিত হয়। আর এরপরই ছবিটি নিয়ে অনলাইনেই চলছে আলোচনা সমালোচনা।
বিডি-প্রতিদিন/তাফসীর